• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ায় এফএসএ ‘মারাত্মক বিপদে’ পড়েছে: ফ্রান্স

| ডিসেম্বর 15, 2013 | 0 Comments

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়া

ইউরো সংবাদ:  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বৈধ সরকারের বিরুদ্ধে লড়াইরত কথিত ফ্রি সিরিয়ান আর্মি- এফএসএ মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে জানিয়েছে ফ্রান্স।

 ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস শনিবার এফএসএ’র কথা উল্লেখ করে বলেছেন, “(সিরিয়ার) যে বিরোধীপক্ষকে আমরা সমর্থন দেই তারা মারাত্মক বিপদে পড়েছে।”

 ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে এতদিন আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছিল এফএসএ। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সরকারি সেনাদের অগ্রাভিযানের পাশাপাশি আল-কায়েদা’র সহযোগী আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে এফএসএ। গত সপ্তাহে আমেরিকা ও ব্রিটেন এফএসএ’কে সব ধরনের অস্ত্র সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। এফএসএ জঙ্গীদের একটি অস্ত্রভাণ্ডারের কাছে অবস্থিত তুর্কি সীমান্তবর্তী একটি ঘাঁটি আন-নুসরা ফ্রন্ট দখল করে নেয়ার পর ওই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ও লন্ডন।

 সিরিয়ায় ততপর বিদেশি সমর্থনপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো যতটা না আসাদ বিরোধী তার চেয়ে বেশি ক্ষুব্ধ পরস্পরের প্রতি। তাই তারা সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার পাশাপাশি নিজেদের মধ্যেও লড়াইয়ে ব্যস্ত রয়েছে। এই অন্তর্ঘাতমূলক ততপরতা সাম্প্রতি মাসগুলোতে প্রকট হয়ে পড়েছে। ইদলিব, হামা, আলেপ্পো ও রাক্কা শহরে সম্প্রতি প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ে বহু জঙ্গী নিহত হয়েছে।

 ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শনিবার মোনাকোতে দেয়া বক্তৃতায় সিরিয়া বিষয়ক আসন্ন জেনেভা দুই সম্মেলনের সাফল্য নিয়েও সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমি বরং (এ সম্মেলন নিয়ে) হতাশ।” রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন করার কথা ঘোষণা করেছে জাতিসংঘ।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply