• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,26 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

| ডিসেম্বর 20, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন একথা৷ এদিকে নির্বাচনের সময় সেনা মোতায়েন করা হচ্ছে৷

বাংলাদেশে আগামী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে ছাড়াই নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন৷ এমতাবস্থায় আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন, ‘‘বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি স্থগিত করা হয়েছে৷”

অ্যাশটন মনে করেন, রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে৷ তবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হলে সিদ্ধান্ত বদলাতেও পারে ইইউ৷

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘৫ জানুয়ারি যে ১৪৬টি আসনে নির্বাচন হবে সেখানে সরকার চেষ্টা করবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মেরে কেটে ৮০ ভাগের বেশি ভোটার হাজির করার৷ এর মাধ্যমে বিদেশিদের দেখানোর চেষ্টা করা হবে যে, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল৷ কিন্তু এই নির্বাচন কোনোভাবেই দেশবাসী বা বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে না৷”

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ শুক্রবার ঢাকায় এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানান৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply