জাতিসংঘের ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
আন্তর্জাতিক: জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তার ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে এ কথা জানা গেছে। আর এ খবর তুলে ধরেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান, মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং জার্মানির দার শ্পাইগেল।
পত্রিকাগুলো জানিয়েছে, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার ও মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা একসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, কিছু এনজিও এবং জাতিসংঘের কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে।
স্নোডেনের এ তথ্যে দেখা যায়, ২০০৮ সাল থেকে ২০১১ সালের মধ্যে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা প্রায় ৬০টি দেশের ১,০০০ ব্যক্তির ওপর গুপ্তচরবৃত্তি চালায়।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, জাতসিংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও, ইউনিসেফ, নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা এবং জেনেভায় জাতিসংঘের দপ্তরের কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি চালানো হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ