আঙ্কারায় তুরস্কের দুর্নীতি বিরোধী পুলিশ প্রধানের মৃতদেহ উদ্ধার
ইউরো সংবাদ: তুরস্কের দুর্নীতি বিরোধী পুলিশ প্রধান হাকান ইউকসেকদাগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী আঙ্কারায় তার নিজ গাড়ির ভেতর হাকানকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।
হাকান হাকান ইউকসেকদাগ দেশটির পুলিশের চোরাচালান ও অপরাধ বিরোধী কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। দেশটির দোগান নিউজ এজেন্সি শনিবার এ খবর দিয়েছে।
তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ঠিক এমন সময় আত্মহত্যার ঘটনাটি ঘটল যখন তুরস্কের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানসহ উচ্চপদস্থ এক ডজন কর্মকর্তা ও বেশ কয়েকজন মন্ত্রীর ছেলেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মের গুলেরের ছেলে বারিস গুল, অর্থমন্ত্রী জাফার ক্যাগলাইয়ানের ছেলে কান ক্যাগলাইয়ান এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রধান ব্যাংক হল্কব্যাংকের প্রধান নির্বাহী সুলাইমানের বিরুদ্ধে গতকাল আনুষ্ঠানিক আটকাদেশ জারি করা হয়।
গত মঙ্গলবার থেকে তুর্কি পুলিশ রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে বিতর্কিত গ্রেফতার অভিযান শুরু করে। এর দু’দিন পর বৃহস্পতিবার ইস্তাম্বুলের পুলিশ প্রধানসহ আরো ৩০ জন পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার অভিযান শুরু হয়েছে তাদের প্রায় সবাই এরদোগান সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ