• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে পরমাণু ডুবোজাহাজ ও ৪০ যুদ্ধ জাহাজ

| জানুয়ারী 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি বছর রাশিয়ার নৌবাহিনী একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ এবং ৪০টি যুদ্ধ ও সহায়ক জাহাজ পাবে। রুশ নৌবাহিনীর অস্ত্র সংগ্রহ নজরদারির দায়িত্বে নিযুক্ত ডেপুটি কমান্ডার রিয়াল অ্যাডমিরাল ভিক্টর বুরসুক এ কথা জানিয়েছেন।

 তিনি বলেন, বোরে শ্রেণীর পরমাণু শক্তিচালিত এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ভ্লাদিমির মনোমাখ এবং একটি ডিজেল চালিত ডুবোজাহাজ  চলতি বছর রুশ নৌবাহিনীতে যুক্ত হবে।

 এ ছাড়া, ‘অ্যাডমিরাল নাখিমভ’ নামের পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার এবং হামলার কাজে ব্যবহৃত তিনটি পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ মেরামতের কাজও চালিয়ে যাবে রাশিয়া। ১৯৮৯ সালে কিরোভ  শ্রেণীর এ ক্রুজারটি চালু করা হলেও ১৯৯৯ সালের পর তা অকোজো হয়ে পড়েছিল। শ্বেত সাগরের তীরবর্তী উত্তরাঞ্চলীয় রুশ নগরী সাভেরোভিন্সকের একটি শিপইয়ার্ডে এ ক্রুজারের মেরামত ও উন্নয়নের কাজ চলছে বলে জানান তিনি। ২০১৮ সালে অ্যাডমিরাল নাখিমভ রুশ নৌবাহিনীতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply