• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে নেকাব নিষিদ্ধের বিতর্কিত আইন বহাল রাখলো আদালত

| জানুয়ারী 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে নেকাববিরোধী আইনের পক্ষে রায় দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে ২০ বছর বয়সী মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনের এ সংক্রান্ত আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে।

 গত বছরের জুলাইয়ে প্যারিসের অদূরে ‘ত্রাপেস’ শহরে বোরকাপরা মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনকে আটক করে পুলিশ। এ ঘটনার ওই শহরে দুই দিন ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে। তাকে জেল-জরিমানা করা হয়েছে। এরপর ওই তরুণী নেকাববিরোধী আইনটিকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে আদালতের কাছে আবেদন জানান। কিন্তু তার আবেদনে সাড়া দেয়নি আদালত।

 এদিকে, ফ্রান্সে নেকাববিরোধী আইনের বিষয়ে ইউরোপের মানবাধিকার আদালতেও মামলা চলছে। মুসলিম এক মহিলা মামলাটি করেছেন। এর আগে তার আইনজীবী রাম্বি দ্য মেলো বলেছেন, ফ্রান্সের নেকাববিরোধী আইন তার মক্কেলের ধর্মীয় ও বাক স্বাধীনতা এবং গোপনীয়তা বিষয়ক অধিকার লঙ্ঘন করেছে। তিনি নিজের দেশে এখন যেন এক বন্দী।

 ২০১০ সালে ফ্রান্সে নেকাববিরোধী আইন পাস হয়। ওই আইন পাস হওয়ার পর থেকে মুসলিম মহিলাদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। নেকাব পরে বাইরে বের হলে দুইশ’ ডলার পরিমাণ অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply