• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বেআইনি মাদক রাখার দায়ে ১০ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

| জানুয়ারী 11, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: বেআইনি মাদক রাখার দায়ে আমেরিকার বিমান বাহিনীর ছয়টি ঘাঁটির ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত  চলছে। আমেরিকা ও ব্রিটেনে অবস্থিত এসব মার্কিন ঘাটির নয় লেফটেন্যান্ট এবং একজন ক্যাপ্টেনের বিরুদ্ধে এ তদন্ত চলছে বলে মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ব্রেট অ্যাশওয়ার্থ জানিয়েছেন।

 এ ছাড়া, পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য মোনটানার ম্যালস্ট্রোম বিমান ঘাঁটির  পরমাণু বোমা উতক্ষেপণ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধেও বেআইনি ভাবে মাদক রাখার দায়ে তদন্ত চলছে।

 মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ার বেসের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে এ সংক্রান্ত তদন্ত শুরু হয়। এরপর তা কলোরাডোর শ্রেভার বিমান ঘাঁটি, ইংল্যান্ডের লাকেনহিথের রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটিসহ অন্যান্য ঘাঁটিতে ছড়িয়ে পড়ে।

 ম্যালস্ট্রোম বিমান ঘাঁটির পরমাণু বোমা উতক্ষেপণ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত দুই কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করার মধ্যে দিয়ে গত মঙ্গলবার প্রথম এ তদন্তের কথা প্রকাশিত হয়।  এ ঘাঁটিতে পরমাণু বোমাসহ ৪২০টি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এ ছাড়া,  শ্রেভার বিমান ঘাঁটিতে রয়েছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার দফতর।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply