• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের ইহুদিবিরোধী কৌতুকাভিনেতার প্রদর্শনী নিষিদ্ধ

| জানুয়ারী 11, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইহুদি-বিরোধী মনোভাব এবং হলোকাস্টের স্মৃতিকে অবমাননার অভিযোগে কৌতুকাভিনেতা দিউদন্যে এমবালা এমবালার প্রদর্শনী নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে ফ্রান্সের একটি শীর্ষ আদালত। পশ্চিমাঞ্চলীয় নগরী নানতেসে প্রদর্শনী শুরু হওয়ার মাত্র একঘন্টা আগে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত— ‘দ্যা কাউন্সিল অব স্টেট’ শেষ মুহূর্তে এই সিদ্ধান্তটি জানায়। প্রদর্শনী নিষিদ্ধ করতে স্থানীয় কর্তৃপক্ষের প্রচেষ্টা নিম্ন আদালতে প্রত্যাখ্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালসের আপীলের পর আদালত এই আদেশ দিল।

দিউদন্যের অনুষ্ঠান নিষিদ্ধ করে দেয়া ‘দ্যা কাউন্সিল অব স্টেটের’ আদেশে প্রদর্শনী চললে জনশৃঙ্খলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিওদন্যের সমর্থকদের বৃহস্পতিবার বিক্ষোভ করতে দেখা গেছে। তার একজন আইনজীবী জ্যাকুয়াস ভারদিয়ের যুক্তি দিয়েছেন, দিউদন্যের ওপর এই নিষেধাজ্ঞা তার বাক স্বাধীনতার লঙ্ঘন। এদিকে, ঐ কৌতুকাভিনেতার সমর্থকরা বলেছে, তিনি ইহুদি-বিরোধী নয়। তিনি প্রতিষ্ঠান-বিরোধী এবং ইহুদিবাদের বিরুদ্ধে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply