চাকরি হারাতে যাচ্ছে আরো ৩০০০ ব্রিটিশ সেনা
ইউরো সংবাদ: চলতি বছর আরো তিন হাজার ব্রিটিশ সেনাকে চাকুরিচ্যুত করবে দেশটির সেনাবাহিনী। আর্থিক সংকটের কারণে দেশটির সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় এসব সেনাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছে দেশটির একটি সূত্র।
ব্রিটিশ টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্টে শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা জানান, ২০১৪ সালের মধ্যে চতুর্থ ও চূড়ান্ত দফা ব্যয় সঙ্কোচনের আলোকে আরো তিন হাজার ব্রিটিশ সেনা তাদের চাকরি হারাতে পারে। চলতি মাসের শেষ নাগাদ এ ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।
গত তিন বছর কয়েক হাজার ব্রিটিশ সেনাকে চাকুরিচ্যুত করা হয়েছে বলেও জানিয়েছে টেলিগ্রাফ। এক দশকে দেশটির সেনা সংখ্যা এক লাখ দুই হাজার থেকে ৮২ হাজারের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এসব ছাঁটাই করা হচ্ছে।
তবে নিয়মিত এসব সেনা ছাঁটাইয়ের সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামোন্ড জানান, এসব ছাটাই কর্মসূচির মধ্যেও নতুন সেনা নিয়োগ অব্যাহত রাখবে তার সরকার।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ