অপরাধীদের প্রিয় ইউরো ব্যাংক নোট!
ইউরো সংবাদ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়৷ সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি৷
ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি৷ এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর নতুন ব্যাংক নোট উন্মোচন করেছে৷ ২৩ সেপ্টেম্বর থেকে এর ব্যবহার শুরু হবে৷ আপরাধীরা যেন সহজে এই নোট জাল করতে না পারে সে লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷
এর আগে গত মে মাসে ৫ ইউরোর নতুন নোট বাজারে ছাড়া হয়৷ ধীরে ধীরে অন্য নোটগুলোও নতুন করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ইসিবি৷ উল্লেখ্য, এখনকার নোটগুলো ২০০২ সাল থেকে বাজারে আছে৷ আস্তে আস্তে সেগুলো উঠিয়ে ফেলবে ইসিবি৷
পুঁজিবাজার
সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালোই ছিল৷ বিশেষ করে ব্যাংকগুলোর শেয়ার বেড়ে গিয়েছিল৷ কারণ ইউরোপের ২৭টি দেশের কেন্দ্রীয় ব্যাংক রবিবার, ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য বেঁধে দেয়া একটি নীতি সহজ করে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে৷ ২০০৭ সালে আর্থিক সংকট শুরু হওয়ার পর এ সংক্রান্ত নীতিটি কঠোর করা হয়েছিল৷ এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছে৷
বন্ড মার্কেট
ইউরোপের অর্থনৈতিক অবস্থা দিনদিন উন্নতির দিকে যাওয়ায় ইউরোজোনের উপর আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের৷ ফলে এই এলাকার বন্ড কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে৷ ফলে ইউরোজোনের বেইলআউটপ্রাপ্ত দেশ স্পেন, ইটালি, পর্তুগাল ও আয়ারল্যান্ডের ইস্যু করা বন্ড এখন সংকটের আগের সময়কার হারে লেনদেন হচ্ছে৷ এই হারটা চার শতাংশের নীচে৷ ২০১২ সালে যেটা ছিল ছয় শতাংশের বেশি৷ এখানে বলা যেতে পারে, আর্থিক দিক দিয়ে ইউরোপের সবচেয়ে সুরক্ষিত দেশ জার্মানির বন্ড শুক্রবার লেনদেন হয়েছে ১.৯ শতাংশ হারে৷ আর ফ্রান্সের হার ছিল ২.৫ শতাংশ৷
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Greece, ইউরো-সংবাদ - Italy, ইউরো-সংবাদ - Portugal, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ