রুশ-মার্কিন সমঝোতা: সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই
আন্তর্জাতিক: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্সের রাজধানী প্যারিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেসামরিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক উপায়েই সমস্যার সমাধান করতে হবে এবং যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া শুরু করতে হবে। কেরি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ যুদ্ধ বিরতি মেনে নিলে এবং বন্দী বিনিময়ে রাজি হলে বিরোধী পক্ষও তাতে সম্মতি দেবে।
এ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই এবং রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধানের বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে। সংকট সমাধানে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে সহিংসতা চলছে। সন্ত্রাসী ও অস্ত্র পাঠিয়েও সিরিয়ার বাশার আসাদ সরকারের পতন ঘটাতে ব্যর্থ হওয়ার পর এখন আমেরিকাও রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের কথা বলছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ