• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুদ্ধাপরাধ করছে সিরিয়ার উগ্র বিদ্রোহীরা: জাতিসংঘ

| জানুয়ারী 18, 2014 | 0 Comments

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই

আন্তর্জাতিক: সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, সাম্প্রতিক সময়ে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর নির্বিচার হত্যাকাণ্ডের যেসব রিপোর্ট পাওয়া গেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে।   পিল্লাই  (বৃহস্পতিবার) জেনেভায়  প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “সিরিয়ার উগ্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে আটক বহু বেসামরিক নাগরিক ও যোদ্ধাকে চলতি মাসের শুরুতে হত্যা করা হয়েছে বলে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি; যদিও তাদের সঠিক সংখ্যা আমাদের কাছে নেই।” বিবৃতিতে আরো বলা হয়েছে, “নির্বিচারে মানুষ হত্যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের লঙ্ঘন এবং তা সুষ্পষ্ট যুদ্ধাপরাধ।”

  সিরিয়ায় গত প্রায় তিন বছর ধরে সহিংসতা চলছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উতখাতের লক্ষ্যে কথিত ফ্রি সিরিয়ান আর্মির ব্যানারে মধ্যপন্থী কিছু গোষ্ঠী লড়াই করছে। সেইসঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট কিছু সশস্ত্র গোষ্ঠীও আসাদ সরকারের বিরুদ্ধে লড়ছে। এসব উগ্র গোষ্ঠী তাদের নিয়ন্ত্রিত এলাকায় কথায় কথায় মানুষ হত্যা করার পাশাপাশি আটক বন্দিদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। গত দু’সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা, আলেপ্পো ও ইদলিব শহরে এসব উগ্র সন্ত্রাসী শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। নাভি পিল্লাই এ সম্পর্কে বলেন, “অত্যন্ত লোমহর্ষক ঘটনার কথা আমরা শুনেছি। এত নৃশংসতা কল্পনা করাও কঠিন।”

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply