• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অবৈতনিক স্বাস্থসেবা পেতে পারেন অবৈধ অভিবাসীরা

| জানুয়ারী 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: যুক্তরাজ্যে অবস্থিত অবৈধ অভিবাসীদের ভাগ্য খোলার সময় এসেছে। কপালে থাকলে বিনামূল্যে জুটে যেতে পারে চিকিৎসা। ইউরোপিয়ন পার্লামেন্ট কমিটির করা এমন একটি প্রস্তাবনা উত্থাপিত হয়েছে। আগামী মাসে এ প্রস্তাবনার পক্ষে বিপক্ষে ভোট গ্রহণ করা হবে।    এ প্রস্তাবনা পাশ হলে বিনামূল্যে স্বাস্থ সেবা পাবেন হাজার হাজার অবৈধ অভিবাসী। বিশেষ করে মাতৃকালীন অবস্থায় সবচেয়ে জরুরী।

শুধু তাই নয়, যেসব মায়েদের নাগরিকত্বের প্রমানপত্র নেই তারাও তাদের সন্তানকে স্কুলে ভর্তি করতে পারবেন।     “ইল্লিগ্যাল ইমিগ্রান্ট” শব্দটি বাতিল করার দাবিতে এক প্রতিবেদনে  এসব কথা জানায় রোমানিয়ান ইউরো এমপি নোরিকা নিকোলাই পরিচালিত একটি ওয়ার্কিং গ্রুপ।   প্রতিবেদনে জানায়, যেসব নারীদের যুক্তরাজ্যে বসবাসের বৈধতা নেই তারাও বিনামূল্যে স্বাস্থসেবা, আবাসনসেবা এবং সন্তানকে স্কুলে ভর্তি করার সুযোগ পাবেন। অভিবাসী নারীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া, অবৈধ অভিবাসী সন্দেহে বর্ডার এজেন্সিতে কারো বিরুদ্ধে রিপোর্ট না করার আহ্বান জানানো হয়।

  তবে সমালোচোকরা বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন। তারা বলেন, এতে অবৈধ নারী অভিবাসীরা বেশী উৎসাহ পাবে। অবৈধ উপায় বেছে নেবে আরো অভিবাসী।   গেট ব্রিটেন ক্যাম্পেইনের মুখপাত্র, সমালোচক অ্যালান মুরাদ বলেন, অবৈধ অভিবাসীদের প্রতি যতবেশী স্বজনপ্রিতি দেখানো হবে ততবেশী তারা অবৈধ ভাবে যুক্তরাজ্যে আসতে চাইবে। তাদের আটক হওয়ার ভয় থাকবেনা।   তিনি আরো বলেন, এই প্রস্তাবনা পাশ হলে ব্রিটিশ নাগরিক এবং বৈধ অভিবাসী উভয়ের প্রতি অবিচার করা হবে। কারণ তারা মোটা অঙ্কের স্বাস্থকর দিয়ে থাকেন। হোম অফিসের স্টেটমেন্ট অনুযায়ী প্রত্যেক অভিবাসী প্রতি বছর ৮,৩৫০ পাউন্ড স্বাস্থকর পরিশোধ করেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply