বার্লুসকোনি আবার ইটালির রাজনৈতিক মঞ্চের কেন্দ্রীয় চরিত্রে
ইউরো সংবাদ: প্রতিদ্বন্দ্বী মধ্য বামপন্থী দলের সাথে রাজনৈতিক সংস্কার নিয়ে সমঝোতা হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আবার ইটালির রাজনৈতিক মঞ্চের কেন্দ্র্রীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
কর জালিয়াতির মামলার কারণে বার্লুসকোনি ২০১৩ সালে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হন। কিন্তু এখনও তিনি বিরোধী দল ফোরজা ইটালিয়া পার্টির প্রধান। গত শনিবার তিনি ডেমোক্রেটিক পার্টির নেতা মাত্তিও রেনজির সাথে আলোচনায় বসেন।
নির্বাচন ও সাংবিধানিক সংস্কারে ডেমোক্রেটিক পার্টির প্রস্তাবকে তিনি সমর্থন দেবেন। বর্তমান নির্বাচন ব্যবস্থার কারণে ইটালিতে একের পর এক অস্থিতিশীল কোয়ালিশন সরকারের জন্ম হচ্ছে। গত নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, শীর্ষ সংবাদ