বেশিরভাগ সদস্য জেনেভায় ইরানকে চেয়েছে: ল্যাভরভ
আন্তর্জাতিক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, জেনেভা-২ সম্মেলনে যোগ দেয়া বেশিরভাগ দেশ বলেছে- তারা এ সম্মেলনে ইরানকে দেখতে চেয়েছিল।
ল্যাভরভ ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এ কথা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কেউই জেনেভা সম্মেলনের বর্তমান কাঠামোকে আদর্শ বলে জানায়নি। এসব দেশের বেশিরভাগই বলেছে, সিরিয়া ইস্যুতে ইরান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জেনেভা সম্মেলনে তেহরানের অংশগ্রহণ করানোর একটি উপায় খুঁজে বের করা উচিত।
ল্যাভরভ নিজেও ইরানকে জেনেভা সম্মেলনে আনার গুরুত্ব তুলে ধরেন। এর আগে তিনি ইরানের অনুপস্থিতিতে জেনেভা সম্মেলন অনুষ্ঠানকে কপটতা বলে মন্তব্য করেছেন। গত শনিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন জেনেভা-২ সম্মেলনে অংশ নেয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানান। কিন্তু পরে আমেরিকা, সৌদি আরব ও সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের চাপের মুখে সে আমন্ত্রণ প্রত্যাহার করে নেন।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ