২০৩৫ সালে গরিব থাকবে না কোন দেশ :বিল গেটস
আন্তর্জাতিক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ভবিষ্যদ্বাণী সত্যি হলে ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে গরীব দেশ বলে আর কিছু থাকবে না। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বার্ষিক নিউজ লেটারে এমন স্বপ্নের কথাই সামনে এনেছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল। —বিডিনিউজ
গত মঙ্গলবার প্রকাশিত ২৫ পৃষ্ঠার এই বার্তায় বিল গেটস বলছেন, পৃথিবী এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভাল জায়গা। তিনি বলেন, ‘উন্নয়নশীল’ বলা হয় এমন অনেক দেশ ইতোমধ্যে ‘উন্নত’ দেশে পরিণত হয়েছে। গরীব দেশগুলোও আর বেশিদিন ‘গরীব’ থাকবে না।
“আমি যথেষ্ট আশাবাদী। আমি ভবিষ্যদ্বাণী করতে চাই, ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে প্রায় কোনো দেশই আর গরীব থাকবে না।
মাইক্রোসফটের খণ্ডকালীন চেয়ারম্যান বিলের ধারণা, ওই সময় অধিকাংশ দেশই হবে নিম্ন-মধ্যম আয়ের, অথবা তার চেয়ে ধনী। তার বিশ্বাস, প্রতিটি গরীব দেশই তুলনামূলকভাবে ধনী প্রতিবেশীদের কাছ থেকে শিখবে, নতুন টিকা, নতুন বীজ উদ্ভাবন থেকে উপকৃত হবে এবং বিশ্বজুড়ে ঘটে চলা ডিজিটাল বিপ্লবের সুবিধা পাবে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক