• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে ধনীদের আয়ের ওপর ৭৫% আয়কর নির্ধারণ অসাংবিধানিক ঘোষণা

| ডিসেম্বর 31, 2012 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্স এর সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ, শনিবার, সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি ফ্রসোঁয়া ওলাদের এক নীতি অনুসারে, এক মিলিয়ন ইউরোর উর্দ্ধে আয়ের ব্যাক্তিদের জন্য শতকরা ৭৫ ভাগ আয়কর নির্ধারণ অসাংবিধানিক ঘোষণা করেছে।

এ ঊর্ধ্ব আয়কর হার ব্যবসায়িক নেতাদের ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে এবং কিছু ধনী ফরাসি নাগরিকদের ভিন্ন দেশে নির্বাসিত হবার জন্য বাধ্য করেছে। একই কারণে অভিনেতা জেরার্ড ডেপার্ড সম্প্রতি বেলজিয়ামে তার আবাসস্থল স্থানান্তর করেছেন।

সাংবিধানিক পরিষদ থেকে বলা হয় যে, অস্থায়ী দুই বছরের ট্যাক্স হার ছিল অসাংবিধানিক কারণ অন্যান্য আয়করের মত এটি পুরো পরিবারের ব্যক্তিদের ওপর প্রয়োগ না হয়ে শুধুমাত্র ব্যাক্তি আয়ের ওপর প্রয়োগ হত।

ফলস্বরূপ, কাউন্সিল থেকে বলা হয়, “ এ করের হার জনগণের কাছে সমতা প্রকাশে ব্যার্থ হয়েছে।”

যদিও মূলত প্রতীকীভাবে , এটি শুধুমাত্র প্রায় ১৫০০ ব্যক্তির ওপর প্রয়োগ হবে। ট্যাক্স পরিমাপের এ বিষয়টি এমন একটি নির্বাচনী প্রচারণা ছিল যার ফলশ্রুতিতে, গত মে মাসের রাষ্ট্রপতি নির্বাচনে ফ্রসোঁয়া ওলাদ, দক্ষিণপন্থী নিকোলাস সারকোজীকে পরাজিত করেন।

এটি এখনও পুরোপুরি পরিষ্কার নয় আদৌ সরকার এ পদক্ষেপে আর এগোবেন কিনা যা সংসদ দ্বারা নির্ধারিত ২০১৩ সালের বাজেটের একটি অংশ।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স

About the Author ()

Leave a Reply