টেকো মাথায় হৃদরোগের ঝুঁকি!
হেল্থ ইস্যুজ: বিজ্ঞান প্রতিদিন কত অদ্ভুত অদ্ভুত তথ্য তুলে নিয়ে আসে৷ এবার জানালো, মাথায় টাক যাঁর, হৃদরোগে মৃত্যুর ঝুঁকিও নাকি তাঁর বেশি!
চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, ধুমপান করা চলবে না, একটা বয়সের পর শুয়েবসে দিন কাটালে চলবে না, কায়িক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে নিয়মতি – হৃদরোগ এড়াতে কত কথাই না বলে আসছেন চিকিৎসকরা৷ সবই ঠিক৷ তবে সম্প্রতি জাপানের একটি বিশ্ববিদ্যালয় গবেষণা করে যা জানাচ্ছে সে অনুযায়ী এখন হয়ত ডাক্তাররা বলতে শুরু করবেন, ‘‘খবরদার, মাথায় টাক পড়তে দেবেন না যেন৷ কারণ, টাক পড়লে যে আর রক্ষা নেই, মরতে হবে হৃদরোগে ভুগে৷”
টোকিও বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ৪০ হাজার মানুষকে নিয়ে একটা গবেষণা চালিয়েছে৷ ডিপার্টমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবোলিক ডিজিজের গবেষণার ফলাফল বলছে, টেকো মাথার মানুষদের হৃদরোগ হয় বেশি৷
ওই ৪০ হাজার মানুষ ১৯৯৩ থেকে ২০০৮ সালের মধ্যে কোনো না কোনো সময়ে জেনেছেন তাঁদের হৃদরোগ হয়েছে৷ তাঁদের নিয়ে কাজ করে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, টাকে থাকে মৃত্যুর ঝুঁকি৷ অবশ্য টাক মানেই বিপদ নয়৷ মাথার ঠিক মাঝখানের বড় একটা অংশের চুল যদি পড়ে গিয়ে তেলতেলে হয়ে যায় তাহলেই বিপদ৷ আর বিপদের শঙ্কা থাকে বয়স তিরিশের বেশি হলেই!
Category: 1stpage, Scroll_Head_Line, হেল্থ ইস্যুজ