অ্যামেরিকায় দারিদ্র্য
ত্রাণের জন্য আকাশচুম্বী চাহিদা
২০১২ সালে অ্যামেরিকায় দারিদ্র্যের চিত্রটা ছিল ভয়াবহ৷ দারিদ্র্যের কবলে পড়েছিল ৪ কোটি ৭০ লাখ মানুষ, যার মধ্যে ১ কোটি ৩০ লাখ শিশু৷ ২০১০ সালে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাবার পেত ২ কোটি ৬০ লাখ মানুষ৷ ২০১২ সালে সে সংখ্যাটা অনেক বেড়েছে৷
দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই
১৯৬৪ সালের ৮ জানুয়ারি ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে অ্যামেরিকা থেকে দারিদ্র্য দূর করার ঘোষণা দিয়েছিলেন তখনকার প্রেসিডেন্ট লিন্ডন জনসন৷ তাঁর ঘোষণার ৫০ বছর পরেও বিশ্বের অন্যতম অর্থনৈতিক ক্ষমতাধর এই দেশ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে৷
গৃহহীন মানুষের সংখ্যা
দারিদ্র্যের কারণে খাদ্যাভাব দেখা দেয়৷ মার্কিন প্রশাসনের একটি গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক শহরে ২০১৩ সালে গৃহহীন মানুষের সংখ্যা আগের তুলনায় বেড়েছে৷
দারিদ্র্যের অভিজ্ঞতা
মার্কিন পরিসংখ্যান ব্যুরো’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এবং ২০১১ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রতি তিনজন মার্কিন নাগরিকের একজনের দারিদ্র্যের অভিজ্ঞতা হয়েছে৷
বিশেষ আয়োজন
এই কুপনটি ‘থ্যাঙ্কসগিভিং ডে’ তে বিনামূল্যে টার্কি খাওয়ার জন্য৷ নিউইয়র্ক সিটির ‘কোয়ালিশন অ্যাগেন্টস হাঙ্গার’ জানিয়েছে, প্রতি ৬ জনের মধ্যে একজন মার্কিন নাগরিক গত বছর পর্যাপ্ত খাবারের অভাবে দিন কাটিয়েছে৷
ধনী-দরিদ্রের ব্যবধান
ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি গরিব পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করে মান্না ফুড সেন্টার৷ বিশ্বের এই ধনী দেশটির ১ কোটি ৬০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে৷ এই শিশুরা যুক্তরাষ্ট্রের ধনী-দরিদ্রের ব্যবধানকে সামনে তুলে ধরেছে৷
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ