• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অভিবাসন আইন শিথিলে ওবামার সুস্পষ্ট ইঙ্গিত

| ফেব্রুয়ারী 2, 2014 | 0 Comments

আন্তর্জাতিক:মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও শীর্ষ রিপাবলিকান নেতারা অভিবাসন আইন শিথিলের ইঙ্গিত দিচ্ছেন। নতুন অভিবাসন নীতি বাস্তবায়িত হলে, যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অধিবাসী দেশটির বৈধ নাগরিকত্ব পাবেন বলে আশা করা হচ্ছে। তবে, অবশ্যই তা অর্জনে তাদের একটি সুনির্দিষ্ট নীতিমালা ধরে অগ্রসর হতে হবে। ওবামা সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কিছু সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েহনার ও অন্য রিপাবলিকান নেতারা নতুন অভিবাসন নীতিটি প্রকাশ করেন। এটি কার্যকর হলে, যুক্তরাষ্ট্রে পূর্ণবয়স্ক যে লাখ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন, তারা বকেয়া ট্যাক্স ও জরিমানা পরিশোধের পর বৈধ নাগরিকত্ব পাবেন। ওবামার দ্বিতীয় মেয়াদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে, তার মধ্যে অভিবাসন অন্যতম। ওবামা নাগরিকত্ব প্রদানের ব্যাপারে একটি দৃঢ় পথ অনুসরণের পক্ষপাতী। সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার ওবামা বলেন, যদি স্পিকার সরাসরি এমন কোন প্রস্তাব দেন যাতে বলা হবে, কোন ব্যক্তিকে তার দেশে ফেরৎ পাঠানো হচ্ছে না, পরিবারগুলোকে আলাদা করা হচ্ছে না, আমরা সেরা তরুণ শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বা ব্যবসা শুরু করার ব্যাপারে আকৃষ্ট করতে পারছি এবং এভাবে নাগরিকত্বের স্বাভাবিক প্রক্রিয়া শুরু করা যায়, সেক্ষেত্রে আমি নিশ্চিত নই যে শেষ পর্যন্ত বিভাজনটা কোথায় গিয়ে দাঁড়াবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে প্রতিনিধি পরিষদের প্রকাশিত নীতিসমূহে বলা হয়েছে, যারা আমাদের দেশের অভিবাসন আইন ভঙ্গ করেছে, তাদের জন্য নাগরিকত্ব লাভের কোন বিশেষ পথ থাকছে না। তা সত্ত্বেও লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিত্ব বা গ্রিন কার্ড পাওয়ার বিষয়টি অসম্ভব হবে না। সেক্ষেত্রে তারা কোন নিয়োগকর্তার স্পন্সরের মাধ্যমে বা পূর্ণবয়স্ক সন্তানের আবেদনের মাধ্যমে পরে তা পেতে পারেন। ওবামা অভিবাসন আইন শিথিলের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে যে আরও সুদৃঢ় করে তুলতে চান, তা স্পষ্ট। অভিবাসন ইস্যুতে তিনি বলেছেন, আসন্ন মাসগুলোতে আমি সাধ্যের মধ্যে সবকিছুই করবো যাতে বিষয়টাকে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। স্পর্শকাতর ও ভীষণ বিতর্কিত এ ইস্যুতে ওবামার অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন রিপাবলিকান সদস্য রেপ মারিও ডায়াজ ব্যালার্ট।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply