• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইইউ: ফ্রান্স

| ফেব্রুয়ারী 20, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ফরাসি মন্ত্রী থিয়েরি রেপেন্তিন জনিয়েছেন, আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

 তিনি বলেন, মার্চ মাসে অর্থাত কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আফ্রিকার এ দেশটিতে কয়েকশ’ সেনা পাঠানো হবে।

 এর আগে, গত শনিবার শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন জানিয়েছিলেন, ২৮ জাতির ইউরোপীয় জোট মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ১,০০০ সেনা পাঠাবে। তার দু’দিন পর ফরাসি মন্ত্রী ইইউ’র পক্ষ থেকে সেনা পাঠানোর কথা বললেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল।

 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিস্টান চরমপন্থীরা দেশটির সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। এতে ১,০০০’র বেশি মানুষ নিহত হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মুসলমান। এ অবস্থায় গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে সেনা মোতায়েনের জন্য ফ্রান্সকে অনুমতি দেয়। এরপর ফ্রান্স দেশটিতে সেনা অভিযান চালায়। বর্তমানে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফ্রান্সের সেনা রয়েছে অন্তত ১,৬০০। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঘোষণা দিয়েছেন, তার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো ৪০০ সেনা পাঠাবে। তবে ইউরোপের এসব সেনা মুসলিম-বিরোধী সহিংসতা মোকাবেলায় কতটা ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply