• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দীর্ঘ বিবাহিত জীবনের জন্য প্রেসিডেন্ট পদক!

| ফেব্রুয়ারী 20, 2014 | 0 Comments

 ইউরো সংবাদ: সাধারণত সামরিক বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক দেয়ার কথা শোনা যায়৷ কিন্তু পোল্যান্ডে বিষয়টা একেবারে অন্যরকম৷

সেখানে যেসব দম্পতির বিবাহিত জীবন ৫০ বছর পেরিয়েছে তাঁদেরকে প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করা হয়৷ এভাবে প্রতি বছর গড়ে প্রায় ৬৫ হাজার পদক বিতরণ করা হয়৷

রাজধানী ওয়ারশোতে সাম্প্রতিক এক পদক বিতরণ অনুষ্ঠানে শহরের মেয়র বলেন, ‘‘এই পদক পাওয়ার জন্য আপনাকে একটানা ১৮ হাজার দিন কাজ করতে হয়৷ অন্য পদক পেতে এতটো প্রয়োজন হয় না৷ তাই অবশ্যই এটা পদক পাওয়ার মতো একটি অর্জন৷”

দীর্ঘ বিবাহিত জীবনের জন্য স্বীকৃতি দেয়ার রীতি অন্যান্য দেশেও আছে৷ যেমন যুক্তরাষ্ট্রের কোনো দম্পতির দাম্পত্য জীবন ৫০ পেরোলে তাঁদের হোয়াইট হাউস থেকে শুভেচ্ছা জানানো হয়৷ আর ব্রিটেনে দাম্পত্য জীবন ৬০ পেরোলে রানির কাছ থেকে একটি বার্তা পাঠানো হয়৷

তবে প্রেসিডেন্ট পদক দেয়ার মতো ঘটনা সম্ভবত শুধু পোল্যান্ডেই ঘটে থাকে৷ ‘মেডেলস অফ দ্যা ওয়ার্ল্ড‘ নামক একটি ওয়েবসাইট চালান মেগেন রবার্টসন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘এটা আসলেই অনন্য ঘটনা৷ বিয়ে টিকে থাকার জন্য এমন পদক দেয়ার কথা আমার আর জানা নেই৷”

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে পোল্যান্ডে এই রীতি চালু রয়েছে৷

যেভাবে টিকে রয়েছে

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পদক পেয়েছেন এমন একজন হলেন ক্রিস্টিনা সেরেনাস্কা৷ তাঁর মতে, তাঁরা যখন ছোট থেকে বড় উঠেছিলেন তখন সহজেই বিয়ে ভেঙে দেয়ার মতো বিষয়ের সঙ্গে পরিচিত ছিলেন না৷ ‘‘ডিভোর্সের বিষয়টি সমাজে গ্রহণযোগ্য ছিল না৷ গির্জার কাছে গ্রহণযোগ্য ছিল না৷ আর আমাদের পরিবারে কোনো তালাকের ঘটনা ছিল না৷”

সেরেনাস্কার স্বামী অবশ্য বিয়ে টিকে থাকার উপায় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন একটু মজা করে৷ তিনি বলেন, ‘‘আমরা দু’জন পেশায় চিকিৎসক ছিলাম৷ এত ব্যস্ত থাকতে হতো যে মাসে হয়ত ১২দিন একজন আরেকজনের সঙ্গে দেখাই হতো না৷ এভাবে কবে যে ৫০ বছর কেটে গেছে টেরই পাইনি!”

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply