• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আগাম নির্বাচন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

| ফেব্রুয়ারী 23, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: দাঙ্গা কবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ খবরের সত্যতা সঠিক হলে তা হবে সরকার বিরোধীদের একটি বড় দাবির কাছে প্রেসিডেন্টের আত্মসমর্পন করা।

ইউক্রেনের চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্টের ওই নমনীয় অবস্থানের ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে ওই প্রতিনিধিদল গঠিত হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বৃহস্পতিবার বলেছেন, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ চলতি বছরেই আগাম নির্বাচন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ২০১৪ সালেই ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। টাস্ক আরো জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী ১০ দিনের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন এবং গ্রীষ্মের আগেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত হয়েছে। এ সংঘর্ষের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন দেশটির শীর্ষস্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply