• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

চীনে রেল স্টেশনে সন্ত্রাসী তাণ্ডব: ছুরির আঘাতে নিহত ২৯; আহত ১৩০

| মার্চ 2, 2014 | 0 Comments

আন্তর্জাতিক:  চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং শহরের একটি রেল স্টেশনে সন্ত্রাসীদের ছুরি আঘাতে ২৯ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হয়েছে।

পুলিশ গতকালের এ গণ-ছুরি মারার ঘটনা তদন্ত করে দেখছে। চীনা গণমাধ্যম এ ঘটনাকে সংগঠিত সন্ত্রাসী চক্রের পূর্বপরিকল্পিত সহিংসতা বলে উল্লেখ করেছে।

হত্যাকাণ্ডের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বলেছেন, “দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যা করা প্রয়োজন তার সবই করতে হবে এবং এ লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে যান।”

কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে চীনা গণমাধ্যমগুলো ধারণা করছে- উত্তরাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের স্বাধীনতাকামীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

আহতরা জানিয়েছে, হামলাকারীরা ছিল কালো কাপড় পরা সংঘবদ্ধ চক্র এবং তাদের সবার হাতে ছিল ধারালো ছুরি।

প্রাথমিক খবরে বলা হয়েছিল, পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয়েছে। পরে এ নিয়ে পরস্পর-বিরোধী খবর পাওয়া গেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply