• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ক্রাইমিয়ায় ইউক্রেনের নৌ সদর দপ্তর আক্রান্ত

| মার্চ 19, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: প্রায় দুশো রুশপন্থি বিদ্রোহী বুধবার সকালে ক্রাইমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়ে৷ এরপর তারা কয়েকটি ভবনে রাশিয়ার পতাকা উত্তোলন করে বলে জানা গেছে৷

বার্তা সংস্থা এপি জানিয়েছে, তাদের এক আলোকচিত্রী নৌ সদর দপ্তরে ঢুকতে সমর্থ হয়েছেন৷ ঐ ফটোগ্রাফার রুশপন্থিদের সদর দপ্তরে ঘোরাফেরা করতে দেখেছেন৷ এছাড়া ঐ কার্যালয়ে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর কর্মকর্তারা জিনিস-পত্র গুছিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷ তবে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ক্রাইমিয়া থেকে ইউক্রেনের সৈন্য প্রত্যাহার করা হবে না৷

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি সইয়ের একদিন পর এই ঘটনা ঘটলো৷ মঙ্গলবার রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যে এই চুক্তি হয়৷ এর আগে রবিবার এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত জানান ক্রাইমিয়ার অধিকাংশ নাগরিক৷

তবে জার্মানি, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই গণভোট আয়োজনকে অবৈধ বলে আখ্যায়িত করেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘‘গণভোট আয়োজন আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷”

এদিকে, ইউক্রেন বিষয়ে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার কয়েকজন কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র৷

জি-৭ এর বৈঠক আহ্বান

আগামী সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ইউক্রেন নিয়ে আলোচনা করতে জি-৭ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ রাশিয়া বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-৮ এর সদস্য হলেও ইউক্রেন সংক্রান্ত আলোচনায় দেশটিকে আমন্ত্রণ জানাননি ওবামা৷

ইইউ কর্মকর্তার মস্কো সফর বাতিল

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হ্যার্মান ফান রম্পয়ের বুধবার মস্কো সফরে যাওয়ার কথা থাকলেও সেটা বাতিল করা হয়েছে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সফর বাতিলের জন্য ইইউ-কে দায়ী করেছে৷ এক বিবৃতিতে তারা বলেছে, ইউক্রেন সম্পর্কে ‘সত্য’ জানতে চায় না ইইউ৷ তাই তারা রম্পয়ের সফর বাতিল করেছে৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply