ফ্রান্সে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ, প্রধান ২ দলের ভরাডুবির আশঙ্কা
ইউরো সংবাদ: ফ্রান্সে (রোববার) প্রথম দফার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম কোন নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পৌরসভা নির্বাচনের মধ্যদিয়ে ৩৬ হাজার শহর ও গ্রামের মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হবেন। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি দেশটির অর্থনৈতিক সমস্যার সমাধান ও বেকারত্ব হ্রাসে ব্যর্থ হওয়ায় ভোটাররা ক্ষুব্ধ হয়ে আছেন বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। একইসঙ্গে সাবেক প্রেসিডেন্ট লিকোলাস সারকোজির দুর্নীতিসহ নানা ব্যর্থতার কারণে সরকারবিরোধী ইউএমপি পার্টিও এবারের নির্বাচনে ভালো করবে না বলে ধারণা করা হচ্ছে। দুই প্রধান দলেরই জনপ্রিয়তা কমে যাওয়ায় অভিবাসন বিরোধী দল ন্যাশনাল ফ্রন্ট পার্টি পৌরসভা নির্বাচনে ভালো ফল করতে পারে।
গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ওলাদের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে, তা থেকে ধারণা করা হচ্ছে- ফ্রান্সের জনগণ সরকারের ওপর ভীষণ ক্ষুব্ধ।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ