রাশিয়া-ইউক্রেন উত্তেজনা তুঙ্গে: কিয়েভ সফরে যাচ্ছেন বাইডেন
ইউরো সংবাদ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২২ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন। পূর্ব ইউরোপের এ দেশটির সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেশটি সফর করবেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ কর্তৃপক্ষের প্রতি আমেরিকার জোরদার সমর্থন জানানোর জন্য এ সফর করবেন বাইডেন।
এতে বলা হয়েছে, এ সফরের মাধ্যমে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক ইউক্রেনের প্রতি আমেরিকার জোর সমর্থন তুলে ধরা হবে।
সফরে ইউক্রেনের সাংবিধানিক সংস্কার, দুর্নীতি বিরোধী তৎপরতা, বিকেন্দ্রীকরণ কর্মসূচি এবং ২৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবও দেবেন বাইডেন। এ ছাড়া, বাইডেন ইউক্রেনের পূর্বাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিয়েভের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা জোরদার হয়েছে এবং রাশিয়া এ তৎপরতায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ