• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কুয়েত রেডিওতে প্রথমবারের মতো বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার

| এপ্রিল 22, 2014 | 0 Comments

বিশ্বজুড়ে বাংলা:
মঈন উদ্দিন সরকার, কুয়েত প্রতিনিধিঃ
এই প্রথম কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। কুয়েতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন এনডিসি পিএসসি এর সাথে কুয়েতের মাননীয় তথ্য মন্ত্রী শেখ সালমান সাবাহ সালেম আল-হামুদ আল-সাবাহ  এর ব্যক্তিগত ও পেশাগত সুসম্পর্কের ফলে কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের সূচনা হয়েছে যা কুয়েতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য হিসেবে সর্বমহলে বিবেচিত হচ্ছে। উলে¬খ্য, মান্যবর রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগের ফলে গত ১৮ এপ্রিল কুয়েতে রেডিও’র এএম ৯৩.৩ এবং এফএম ৯৬৩ মিটার ব্যান্ডে বাংলা অনুষ্ঠানের সম্প্রচার হয় সন্ধ্যা ৬:০০ থেকে ৬:৩০ পর্যন্ত। কুয়েত রেডিওতে প্রথমবারের মতো বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারের এই সূচনা ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার হবে মর্মে সংশি¬ষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপন করেন কে এম আলী রেজা, সাদিকা ইয়াসমিন রচনা এবং আতাউল গনি মামুন।এ অনুষ্ঠানটি ঐ একই দিনে কুয়েতের আব্বাসিয়া টুরিস্টিক পার্কে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলায় সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত বৈশাখী  মেলায় উপস্থিত প্রায় পঁচিশ হাজার বাংলাদেশী উদ্বোধনী রেডিও অনুষ্ঠানটি উপভোগ করেন। উদ্বোধীন অনুষ্ঠানে ধারনকৃত বক্তৃতায় মান্যবর রাষ্টদূত কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রেক্ষাপট এবং এর কার্যকারীতার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া তিনি তার বক্তৃতায় কুয়েত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির জন্য বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন। কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বাংলাদেশ অনুষ্ঠান প্রচারের বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে প্রচারের জন্য দূতাবাস কমিউনিটি সদস্যদের সক্রিয় সহযোগিতা আশা করেছেন।
কুয়েতের মাননীয় তথ্য মন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত           উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপকবৃন্দ ও কলাকুশলীগণ
 
কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রাথমিক পর্যায়ে সপ্তাহে তিন দিন সন্ধ্যা ৬:০০ থেকে ৭:০০ পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী প্রচারিত হবে। দূতাবাস আশা করছে খুব শীঘ্রই নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। এখানে উলে¬খ্য, কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করার ফলে দূতাবাস প্রবাসীদের বিশেষ করে যারা কুয়েত শহর থেকে দূরে অবস্থান করছেন এবং বাংলা টেলিভিশন দেখার সুয়োগ পান না তাদের কাছে প্রয়োজনীয় তথ্য দ্রুততার সাথে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ সহায়ক ভুমিকা রাখবে। এর ফলে তাদের কল্যাণ আরো বেশি নিশ্চিত করার পথ সুগম হবে। বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারের ফলে বিনোদনের পাশাপাশি প্রবাসী বাংলা ভাষাভাষীরা কুয়েতের কৃষ্টি, সংস্কৃতি, আচার আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে। কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচারের এই সুযোগ দুদেশের মধ্যে বিদম্যান কূটনৈতিক সম্পর্ককের ভিত্তি আরো বেশি বেগবান ও মজবুত হবে বলে সংশি¬ষ্ট সকলে মনে করছেন।

Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply