• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কঠোর নিষেধাজ্ঞা আসছে: পুতিনকে ওবামা-মারকেলের হুঁশিয়ারি

| মে 6, 2014 | 0 Comments

ইউরো সংবাদ:শিগগিরি ইউক্রেনের অস্থিতিশীলতা প্রশমিত করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা ও জার্মানি; অন্যথায় মস্কোকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দেশ দু’টি।

  (শুক্রবার) হোয়াইট হাউজে যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  

 তারা বলেছেন, “প্রকৃতপক্ষে ইউক্রেনে এত বেশি অস্থিতিশীলতা চলছে যে তাতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে রাশিয়াকে আরো সরাসরি ও বেদনাদায়ক কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।” ওবামা বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার কয়েকটি বিশেষ খাতকে লক্ষ্য করে আরোপ করা হবে।

এ বক্তব্যের মাঝ দিয়ে রাশিয়াকে জার্মানি ও আমেরিকা সরাসরি অর্থনৈতিক খাতে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

 এর আগে মার্কিন প্রশাসন বলেছিল যে, রাশিয়া ইউক্রেনে যদি সরাসরি সামরিক আগ্রাসন চালায় তাহলেই কেবল এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

 মারকেলও তার ভাষায় বলেছেন, ইউক্রেনে রুশ হস্তক্ষেপ বন্ধ না হলে বাড়তি নিষেধাজ্ঞা এড়ানো কঠিন হবে।

 আর বারাক ওবামা ওবামা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ভুল পথ থেকে অবশ্যই সরে আসতে হবে।

 এর আগে ওভাল অফিসে দু নেতা এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। এ সম্পর্কে ওবামা জানান, তারা বেশিরভাগ সময় ধরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply