বিএনপি মহাসচিব গ্রেফতারের প্রতিবাদে ফ্রান্স বিএনপির বিক্ষোভ সভা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: জনগণের অধিকার অবদমিত করে শুধু জুলুম নির্যাতনের মাধ্যমে বর্তমান অবৈধভাবে
চেপে বসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।জনগন যেভাবে ফুসে উঠেছে
শেখ হাসিনার পালানোর কোন রাস্তা নেই বলে মন্তব্য করলেন নেতারা।
গত ৮ই জানুয়ারী প্যারিসের মাক্সদর্মীর এক হলে ফ্রান্স বিএনপির সাধারন সম্পাদক
এম এ তাহের এর পরিচালনায় ও ফ্রান্স বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী হাবীবের
সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি এইচ এম রহীম,সাংগঠনিক
সম্পাদক জালাল খাঁন,মমতাজ আলো,এম এ রসিদ পাটোয়ারী,প্রফেসর তাসলিম উদ্দীন,বজলুর
রশীদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক কবীর হোসেইন পাটোয়ারী,রেজাউল করিম,কাইয়ুম
সরকার,ঠিপু সুলতান,সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,ফজলুল করীম শামীম,দপ্তর
সম্পাদক মোঃ মাছুদুর রহমান,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক শ্যামল
দাস সানী,ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস,বিগ্গান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুল
ইসলাম সিপার,সহ তথ্য সম্পাদক আলতাফ হোসেন,সহ শ্রম সম্পাদক হুমায়ুন কবির,সহ গন
শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন,কার্ নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান লিঠু,জয়নুল
আহমদ জনি,আঃ করিম,শেখ ফরিদ,রাসেল ভু্য়া পাবেল,শেখ রাসেল,মনির হোসেন,মাহমুদুল
হাসান প্রমুখ।
বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম,বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন
চৌধুরী সহ সকল কারারুদ্ধ নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে আহবান করে
ফ্রান্স বিএনপি নেতারা বলেন যে কোন মুল্যে জনগন এ অবৈধ সরকার এর পতন
ঘটাবে,বক্তারা সকল প্রবাসীদের আহবান করেন দেশের এই সংকট কালে জাতীয়তাবাদি
শক্তির হাত শক্তিশালী করার মাধ্যমে বেগম জিয়ার নির্দেশে দেশ রক্ষার আন্দোলনে
ঝাপি্যে পড়ার।এসময় গনতন্ত্র রক্ষার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত
কামনা করেন।
ফ্রান্স বিএনপির সাধারন সম্পাদক এম এ তাহের বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র,
নির্বাচনী ব্যবস্থা ও সব স্বাধীন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ৫ জানুয়ারির
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এক দলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করছে। ৫
জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্বের কোনো দেশ গ্রহণ করেনি।’
তিনি ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রণোদিত ও
ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।’
ফ্রান্স বিএনপির সহ সভাপতি হাজী হাবীব বলেন গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে,
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে এবং সকল প্রবাসীরা বাংলাদেশের
গনতন্ত্রের জন্য লড়াইয়ে সামিল হবে।
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ