এ বছর আরও ৮৮,০০০ কাজ হারাতে যাচ্ছে পর্তুগাল
দি ব্যাংক অব পর্তুগাল অনুমান করছে যে, এ বছর আরও ৮৮,০০০ কাজ হারাবে পর্তুগাল। শ্রম বাজার অনুসারে মনে করা হচ্ছে যে, ২০১২ সালে কাজের সংখ্যা ৩.৭% কমে যাবার পর এবারও সেই ধারাবাহিকতা অনুসারে, চাকুরী কমে যাবে ১.৯% যা ২০১৪ সালেও এর স্থিতিশীলতা বজায় রাখবে।
গত নভেম্বরে প্রকাশিত জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর অনুসারে, বছরের তৃতীয় ভাগের শেষে পর্তুগালে বেকারত্বের সংখ্যা ছিল ৪.৬৬ মিলিয়ন।
ব্যাংক অনুসারে, এ বছর জিডিপি হ্রাস পাবে ১.৯% কিন্তু সরকারী গণনানুসারে এই হার ১%। প্রতিকুল বিশ্ব অর্থনীতি ও ইউরোজোনে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রপ্তানীখাত ক্রমশ হ্রাস পাচ্ছে।
দি ব্যাংক অব পর্তুগালের শীতকালীন রিপোর্ট অনুসারে, সরকারী ও বেসরকারী উভয় খাতে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে তবে আশার কথা এই যে, ২০১৪ সালে বেসরকারী খাতে আবার কাজের সংখ্যা বৃদ্ধি পাবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Portugal