ইউকে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে নৌ পরিবহন মন্ত্রীকে সংবর্ধনা প্রদান
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
ওয়েলস থেকে বদরুল মনসুর:: যুক্তরাজ্য সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নৌ পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা, জননেতা মো: শাজাহান খানকে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার উদ্যোগে গত ১৭ই জুন কার্ডিফের টালবার্ট গ্রীণ রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান ও ঐতিহ্যবাহী আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নৌপরিবহন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে কার্ডিফের কনভেনার হাজী আসাদ মিয়া ও সেক্রেটারী জহির উদ্দিন আলী, রেস্টুরেন্টের পক্ষে ছালিক মিয়া, খালেদ মিয়া ও যুবনেতা সেলিম চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামীলীগের সহ সভাপতি এস এ রহমান মধু, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মো: হারুন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, যুবনেতা সেলিম আহমদ, ড: ফর্সি আলম, সাবেক ছাত্রনেতা শাহ মো: শাফি কাদির, রজনু মিয়া, যুবনেতা আবুল কালাম মুনিম, এম এ রউফ, সাবেক ছাত্রনেতা মো: আশিবুর রহমান খান শশি, সাজ্জাদুর রহমান চৌধুরী, বদর উদ্দিন চৌধুরী বাবর, মাসুদ চৌধুরী, ছালিক মিয়া, খালেদ মিয়া, যুবনেতা সেলিম চৌধুরী, আলহাজ্ব মো: ছালিক মিয়া, জহির উদ্দিন আলী ও আলহাজ্ব মসুদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী মো: শাজাহান খান তার সম্মানে এই আয়োজনের জন্য ওয়েলস আওয়ামীলীগকে ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের তার নানামুখী পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সংবর্ধিত অতিথি নৌ পরিবহন মন্ত্রী বলেন আওয়ামীলীগের ইতিহাস বাঙ্গালী জাতির ইতিহাস, আর এই ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।
ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মালিক যুদ্ধাপরাধীদের বিচারের জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ সময় দেয়ার জন্য মন্ত্রীকে ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Category: Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ