ফ্রান্স সরকার জঙ্গিবাদবিরোধী ভিডিও প্রকাশ করেছে
ইউরো সংবাদ: দেশের তরুণদের মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোয় যোগ দেওয়া থেকে বিরত রাখার পরামর্শ দিয়ে অনলাইন ভিডিও প্রকাশ করেছে ফ্রান্স সরকার। তরুণদের ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছে দেশটি। প্যারিসে বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে ফ্রান্সেই বেড়ে ওঠা জিহাহিদের হামলার ঘটনার তিন সপ্তাহ পর এ ভিডিওচিত্র প্রকাশ করা হলো। এক হাজারেরও বেশি ফরাসি নাগরিক জঙ্গি সংগঠনে যোগ দিয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করছে বা যাওয়ার পরিকল্পনা করছে বলে গোয়েন্দাদের ধারণা।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ