আমেরিকা নিঃন্দেহে ইউক্রেনকে অস্ত্র দেবে: পেত্রো পোরোশেঙ্কো
আন্তর্জাতিক: ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর রুশপন্থি অস্ত্রধারীদের দমনে মার্কিন সরকার যে কিয়েভকে অস্ত্র দেবে তাতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
মঙ্গলবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে তিনি সাংবাদিকদের বলেন, এতে কোন সন্দেহ নেই যে, আমেরিকা এবং আমাদের মিত্ররা বিদ্রোহীদের দমনে কিয়েভকে অস্ত্র দেয়ার বিষয়টি অনুমোদন করবে।
ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে নতুন করে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আগামী বৃহস্পতিবার কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। তার সফরের আগে পোরোশেঙ্কো এই মন্তব্য করলেন। তিনি আরো বলেন, নিজেদের রক্ষার অধিকার অবশ্যই আমাদের থাকতে হবে।
আমেরিকা এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র বহির্ভূত সাহায্যসামগ্রী দিয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ফ্ল্যাক জ্যাকেট, চিকিৎসা সরঞ্জাম, রেডিও এবং নাইট-ভিশন চশমা।
মঙ্গলবার সকালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল-হুসেইন ইউক্রেনে অব্যাহত সংঘর্ষের নিন্দা জানিয়ে দুই পক্ষকে বেসামরিক লোকদের টার্গেট করে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ইউক্রেনের দোনেস্ক এবং লুগানস্কের বাস ষ্টেশন, গণ পরিবহণ, স্কুল, কিন্ডারগার্ডেন, হাসপাতাল এবং আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে- যা আন্তর্জাতিক মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন।
বেসামরিক লোকদের রক্ষার জন্য সব পক্ষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আরো সংঘর্ষ ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রায় ৫০ লাখ জনগণের জন্য মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে তিনি জানান।
Category: Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ