• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

| ফেব্রুয়ারী 14, 2015 | 0 Comments

ukbpcukbpc1ইউরোবিডি কমিউনিটি সংবাদ: সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবী,বাংলাদেশ বেসরকারি টিভি ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু সহ কারান্তরীন সকল গনমাধ্যম ব্যাক্তিত্বদের মুক্তির দাবীতে লন্ডনে সভা করেছে ইউকে বাংলা প্রেস ক্লাব। মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের মন্টিফিউরি হলে প্রতিবাদ সভায় বক্তারা বলেন , ‘মোসাদ্দেক আলী ফালুকে কোনো অপরাধ ছাড়া গ্রেফতার করা কোনো ভাবেই সরকারের উচিত হয়নি। এনটিভি চেয়ারম্যানকে গ্রেফতার করে মিডিয়ার মুখ বন্ধ করতে চায় সরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই মিডিয়াকে সঠিক সংবাদ প্রচারের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। সভায় অবিলম্বে এনটিভি চেয়ারম্যানকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয় এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের গ্রেফতারেরও তীব্র নিন্দা জানায় সভায় ।

সংগঠনের আহবায়ক ফয়সল রেজা চৌধুরী সোয়েব এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার মইনুল এর পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি মেয়র ওলিয়র রহমান, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী, সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আবদুল করিম গণি, ক্যানারি ওর্য়াফের কমিউনিকেশন ডিরেক্টর জাকির খান, এটিএন বাংলা ইউকের এমডি সুফি মিয়া, বাংলা নিউজের এমডি আবদুর রব মল্লিক, সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, সাবেক মেয়র আবদুল আজিজ সরদার,  মিডিয়া ব্যাক্তিত্ব আবদুল আউয়াল মামুন, এস এটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিব, কবি শিহাব উদ্দিন, টির্সাস এসোয়িশন সেক্রেটারী আবদুল বাছিত চৌধুরী, চ্যানেল আই ইউরোফের নিউজ এডিটর মুনজের আহমদ চৌধুরী, বাংলা টিভির মোহাম্মদ এমরান, লন্ডনবিডিনিউজ এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশাহ ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা নিউজ এর কমিউনিটি এডিটর রাজিব হাসান,চ্যানেল আই চীফ রিপোর্টার রেদোয়ান আহমদ ওমি, কমিউনিটি নিউজ এডিটর মোহাম্মদ কাউছার, রিপোর্টার আবদুর রশিদ, এনটিভির রির্পোটার ছামিউল ইসলাম চয়ন, সাপ্তাহিক বাংলা টাইম এর তানবির হাসান । সভায় বক্তারা আরো বলেন, নমাধ্যমের ব্যাপারে গনতান্ত্রিক সরকারগুলো অগনতান্ত্রিক আচরন করছে। গনমাধ্যম এবং গনমাধ্যম কর্মীরা এখন নিরাপত্তাহীন। রাজনীতির নামে গত দেড় দশকে বাংলাদেশের ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজকে বিভক্ত করা হয়েছে। আর এ বিখক্তির সুযোগ নিচ্ছে শাষকরা।

Category: 1stpage, Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply