• ১৩ অগ্রহায়ণ ,১৪৩১,27 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাসায়নিক বিস্ফোরণ: বিষাক্ত মেঘে ছেয়ে গেছে স্পেনের আকাশ!

| ফেব্রুয়ারী 14, 2015 | 0 Comments

spainইউরো সংবাদ: কমলা রঙের বিষাক্ত মেঘে ছেয়ে গেছে স্পেনের ক্যাটালান অঞ্চলের আকাশ। এ কারণে উত্তরাঞ্চলের পাঁচটি শহরের ৬৫,০০০ মানুষকে অন্তত দু ঘণ্টা ঘরে থাকার আহ্বান জানানো হয়।

 একটি বড় ধরনের রাসায়নিক বিস্ফোরণের পর ক্যাটালান অঞ্চলের আকাশে কমলা রঙের বিষাক্ত মেঘে ছেয়ে যায়। ক্যাটালান অঞ্চলের ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ইগুয়ালাদা শহরের একটি গুদামঘরে রাসায়নিক পণ্য রাখার সময় বিস্ফোরণ ঘটে। এতে দু জন আহত হয়েছে। বিস্ফোরণের পর ইগুয়ালাদা ও পাশের চারটি শহরে সতর্কতা জারি করা হয় এবং রাস্তাঘাট পুলিশ কর্ডন করে রাখে।

 দু ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেয়া হয় তবে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ লোকজন এবং যাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে তাদের জন্য এ সতর্ক বহাল রয়েছে।

Category: Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply