• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পুতিনের প্রতি জনসমর্থন এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি: জরিপ

| ফেব্রুয়ারী 15, 2015 | 0 Comments

putinআন্তর্জাতিক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জনসমর্থন এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। নতুন এক জনমত জরিপ ফলাফলে এ কথা বলা হয়েছে।

 রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেন সংকটের মধ্যে এ জরিপ ফলাফল প্রকাশ করা হলো। চলমান অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনায় পুতিনের নেয়া পদক্ষেপেও জনগণ সন্তেষ্ট বলে জরিপ ফলাফলে বলা হয়েছে।

 পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন এ জরিপ চালিয়েছে এবং গতকাল (শুক্রবার) তা প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে- জরিপে অংশ নেয়া শতকরা ৮৫ ভাগ মানুষ পুতিনের প্রতি আস্থা ব্যক্ত করেছে। চলতি বছরের গোড়ার দিকে এ সমর্থন ছিল শতকরা ৭৫ ভাগ।

 জরিপে অংশ নেয়া শতকরা ৮৪ ভাগ মানুষ বলেছে, রাশিয়ার নেতা হিসেবে পুতিন সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু তাই নয়, জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা ৭৪ ভাগ বলেছে, পরবর্তী সপ্তাহে নির্বাচন হলে তারা তাকেই ভোট দেবেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের দিকে এমন সমর্থন ছিল শতকরা ৪৫ ভাগ।

 জনসমর্থন এমন বেড়ে যাওয়া সম্পর্কে রাশিয়ার আর্থ-সামাজিক ও রাজনৈতিক গবেষণা ইনস্টিটিউটের প্রধান দিমিত্রি বাদোভস্কি বলেন, ইউক্রেন ইস্যুতে শক্তভাবে পাশ্চাত্যের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে এটা হয়েছে। এছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় পুতিনের দক্ষতাও জনগণের ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

Category: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply