পর্তুগালস্থ বাংলাদেশ দূতাবাসে শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেছেন পর্তুগালস্থ বাংলাদেশ দুতাবাস।
এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ, প্রথম সচিব মুহাম্মেদ খালেদসহ দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলওয়াত পাঠ করেন দুতাবাসের সহকারী কনসুলার মুহাম্মদ নুরুউদ্দিন। এছাড়াও বৌদ্ধ ধর্মের গীতা পাঠ করেন নেপাল বড়ুয়া।
বাংলাদেশের রাষ্টপতির পক্ষে বাণী পাঠ করে শুনান রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ , মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষে বাণী পাঠ করে শুনান দুতাবাসের প্রথম সচিব মুহাম্মেদ খালেদ এবং পররাষ্ট্র মন্ত্রীর পক্ষে বাণী পাঠ করেন দূতাবাসের হিসাব রক্ষক সামিউল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব আলম , উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব আলম, সহসভাপতি খালেক প্রমুখ।
পরে রাষ্টদূত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।
রাষ্টদূত বলেন, বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলন, আটান্নর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাঙালির অধিকার আদায়ের এসব আন্দোলনের কারণে বারবার কারাবরণ করতে হয় তাকে।
পরে তিনি জাতীয় শিশু দিবস এর কথা স্মরণ করতে গিয়ে বলেন, খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির মুক্তির দিশারী।
Category: Community news 1st page, Community Portugal, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ