• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন ফ্রান্স এর আলোচনা সভা ও অভিষেক

| মার্চ 21, 2015 | 0 Comments

francoইউরোবিডি কমিউনিটি সংবাদ: বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে একটি শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গঠনের প্রত্যয় নিয়ে আজ বিকালে প্যারিসের গার্দলিষ্টের এক অভিজাত রেষ্টুরন্টে আলোচনা সভা ও অভিষেক করেছে ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন ফ্রান্স।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু তাহের সরকার এর সভাপতিত্বে ও মিন্টু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যান সম্পাদিকা সুবর্ণা আলিস সুফি,প্রচার সম্পাদিকা আব্রাহাম সুফি সহ সংগঠনের নেতারা।

বক্তারা এসময় বলেন ফ্রান্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন সম্পুর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন.বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ফরাসীদের মাঝে তুলে ধরা ,বহুমুখী শিক্ষা সংস্কৃতী ও সমাজকল্যান কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়ণনে ভূমিকা পালন করতেই এ সংগঠনের জন্ম।এ সংগঠন বাংলাদেশী ও ফরাসী সাংস্কৃতীর বিকাশ ,একতা ও ভ্রাতৃত্ববোধের চেতনা দিয়ে কাজ করবে বলে অভিমত জানান বক্তারা।

এসময় প্যারিসের বিভিন্ন বাংলা মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply