• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

১৪৮ আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত; সম্ভবত কেউ বেঁচে নেই

| মার্চ 25, 2015 | 0 Comments

germanইউরো সংবাদ: ১৪৮ জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান ফ্রান্সের আল্পস পবর্তমালায় বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তিনি বলেছেন, সম্ভবত বিমানটির সব আরোহীই মারা গেছেন। আল্পস পর্বতমালার একটি স্কি রিসোর্টের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে খবর এসেছে।

  (মঙ্গলবার) জার্মানির ডাসেলডোর্ফ থেকে স্পেনের বার্সেলোনা যাবার পথে বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ১৪২ জন যাত্রী ও বাকী ৬ জন বিমানের ক্রু। এয়ারবাস এ৩২০ বিমানটি জার্মানির জার্মানউইংস এয়ারলাইনের। সস্তা দামে বিমান ভ্রমণের ব্যবস্থা করার ক্ষেত্রে এই এয়ারলাইনের পরিচিতি রয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করে বৃহৎ এয়ারলাইন ‘লুফথানসা’।

 বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর নির্মাতা কোম্পানি ‘এয়ারবাস’-র শেয়ারের দাম পড়ে গেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply