• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি: সাংবাদিকরা বললেন ‘নজীর নেই’

| জুলাই 5, 2015 | 0 Comments

bd1দেশের খবর: দুর্নীতির অভিযোগের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পদত্যাগ করলে এটি একটি ভালো নজির হতে পারতো।

 ‘সততা সম্পর্কে যুবকদের ধারণা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ত্রাণমন্ত্রী মায়ার দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, তাঁর দুর্নীতির বিষয়টি এখনো বিচারাধীন। তাই শুধু এটুকু বলা যায় যে, এ ক্ষেত্রে তিনি যদি পদত্যাগ করতেন, তাহলে ভালো হতো। এটি একটি ভালো নজির হতো।

 ইফতেখারুজ্জামান বলেন, ‘একইভাবে গম নিয়ে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে যে, গমের মান ততটা ভালো ছিল না। তাই খাদ্যমন্ত্রীরও উচিত ছিল স্বেচ্ছায় পদত্যাগ করা।’

 টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘আমাদের জন্য দুঃখজনক সব কিছু জেনেশুনে তরুণদেরকে দুর্নীতি মেনে নিতে হচ্ছে। তারা চাইলেও তাদের মূল্যবোধ কাজে লাগাতে পারছে না।’

 দুই মন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান রেডিও তেহরানকে বলেন, ‘আমাদের দেশে স্বেচ্ছায় পদত্যাগের নজীর তেমন একটা নেই। উচু নৈতিকতা থেকে এমন সিদ্ধান্ত আসে যা আমাদের এখানে বিরল।’

 এ প্রসঙ্গে দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী বলেন,  অপরাধ বা দুর্নীতি করলে মন্ত্রীদের পদত্যাগের ঐতিহ্য আওয়ামী লীগের মধ্যে নেই। তিনি মনে করেন- এদের আপরাধের ব্যাপারে প্রধানমন্ত্রীরও সায় রয়েছে। তবে এদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না।

 এদিকে,  ব্রাজিল থেকে চারশ’ কোটি টাকার আমদানি করা গম আদৌ মানুষের খাওয়ার উপযোগী কিনা, আজ সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আদালতে জানাতে হবে।

 মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ নির্দেশ দেন। বিষয়টি আগামী ৫ জুলাই আবার আদালতের কার্যতালিকায় আসবে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply