আমদানিকৃত গম খাওয়ার উপযোগী : হাইকোর্টকে জানালো খাদ্য অধিদফতর
দেশের খবর: ব্রাজিল থেকে আমদানিকৃত গম খাওয়ার উপযোগী- মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে খাদ্য অধিদফতর। রোববার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহামানের বেঞ্চে ওই রিপোর্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, আমদানি করা গমের মধ্যে কিছু ভাঙা ছিল। তবে সেটা প্রাকৃতিকভাবেই ভাঙা। গম মাড়াই করতে গেলে যেভাবে ভাঙে এটা সেভাবেই ভাঙা। সম্প্রতি ব্রাজিল থেকে গম আমদানি করে খাদ্য মন্ত্রণালয়। পরবর্তীতে ওই গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মর্মে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যায়। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটসহ ৫টি প্রতিষ্ঠানে, ওই গম পরীক্ষা করে খাদ্য অধিদফতর। গত সোমবার এ বিষয়ে জনস্বার্থে একটি রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে, গম পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে, গত মঙ্গলবার নির্দেশ দেন, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ