শুকরের মাংসে ঘোড়ার মাংস মিশিয়ে দিয়েছে ফ্রান্স: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ায় অবস্থিত ফ্রান্স ভিত্তিক জনপ্রিয় ‘অশান’ হাইপারমার্কেটে শুকরের মাংসের কিমার একটি নমুনায় ঘোড়া, মুরগী এবং গরুর গোশত পাওয়া গেছে বলে দেশটির খাদ্য নিরাপত্তা বিভাগ জানিয়েছে।
শুকরের মাংসের কিমা পরীক্ষা করে তাতে শুকরের পাশাপাশি ঘোড়া, মুরগী এবং গরুর ডিএনএ পাওয়া গেছে বলে খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত ‘রোসেলখোজনাজর’ তার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে। তবে অশানের কোন দোকানের কিমার নমুনায় এটি ধরা পড়েছে সে ব্যাপারে সংস্থাটি কিছু বলে নি। অবশ্য রাশিয়ার অশান কর্তৃপক্ষ এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করে নি।
এর আগে, ২০১৩ সালে ইউরোপের বিভিন্ন দোকানে ঘোড়ার মাংসকে গরুর গোশত হিসেবে বিক্রির করার একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়েছিল। এতে ইউরোপ জুড়ে ভোক্তাদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং এর পরিপ্রেক্ষিতে গরুর গোশত বাজারজাতকরণের আগে আরো কঠিন পরীক্ষা চালু করা হয়।
গত এপ্রিলে ইউরোপের বিভিন্ন স্থানে ঘোড়ার মাংস পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্রান্স সরকার আট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে।
খাদ্য নিরাপত্তার ইস্যুতে ‘রোসেলখোজনাজর’ কয়েক দফা অশান কোম্পানিকে তিরস্কার করার পর সর্বশেষ তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠল।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France