সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ
খেলাধুলা: সিলেট জেলা স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পার হলেও দু দল ১-১ গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়ায়।
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য।খেলা শুরু পর কিছুক্ষণের জন্য ভারতের ছেলেরা বেশ আক্রমণ শুরু করে তবে তা সামলে ওঠে বাংলাদেশের ছেলেরা।পাল্টা আক্রমণ চলতে থাকে।তবে প্রথমার্ধ পর্যন্ত খেলা গোলশূন্য ছিল।দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের জালে প্রথম গোলটি করেন ফাহিম মুর্শেদ।সেই গোল শোধ করে দেন ভারতের অভিনাষ।
দ্বিতীয়ার্ধ শেষ হয়ে খেলা অতিরিক্ত সময় পর্যন্ত পৌঁছালেও আর গোলের দেখা পায়নি দুদলের কেউই।খেলা গড়ায় টাইব্রেকারে।তাতে ৪-২ গোলে ভারতকে পরাজিত করে সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।
গ্রুপ পর্বের খেলায় ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।আজ খেলায় স্টেডিয়ামে ব্যাপক দর্শক উপস্থিত ছিল।
Category: 1stpage, Scroll_Head_Line, খেলাধুলা