• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি , নিহত ৪

| আগস্ট 26, 2015 | 0 Comments

20150825-gendarmes-somme-m_0ইউরো সংবাদ:

ফ্রান্সের উত্তরাঞ্চলের সম(Somme) ডিপার্টমেন্ট এর রয়(Roye) ভিলে গত ২৫শে আগস্ট মঙ্গল বার বিকেলে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি বর্ষণ ঘটনায় ছয় মাস বয়সের এক শিশু সহ মোট ৪জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্রান্সের বিশেষ নিরাপত্বা বাহিনী জন্দার মেরী পুলিশের একজন সদস্যও রয়েছেন। যিনি গুলি বর্ষণকারীকে ধরার অপারেশন কালে আহত হন এবং পরে মারা যান।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বার্নাড কাজোনোভের বক্তব্য অনুযায়ী- একজন লোক ক্যাম্পে প্রবেশ করেন এবং ঠান্ডা মাথায় একটি ছয় মাসের শিশু, একজন মহিলা ও একজন পুরুষ মানুষকে গুলি করে হত্যা করেন। পরে নিরাপত্বা বাহিনীর অভিযানের সময় গুলি বর্ষণকারী আহত হন। মন্ত্রী ঘটনাটিকে একটি চরম নাটকীয় ঘটনা বলে অভিহিত করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা  ও সহানুভূতি প্রকাশ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বিএফএম টিভিকে বলেন,-“স্থানীয় কমিউনিটির এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ভ্রমণ ক্যাম্পে ঢুকে পড়ে এবং ৪০ বছর বয়স্ক এক ব্যক্তি,তার সৎ মেয়ে এবং ছয় মাসের একটি শিশুর উপর গুলি বর্ষণ করেন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরুপায় হয়ে গুলি বর্ষণ কারীর পায়ে গুলি করতে বাধ্য হন।”

ঐ এলাকার প্রিফেক্সার প্রধান এবং রাষ্ট্রীয় প্রসিকিউটর ঘটনা স্থল পরিদর্শন করেছেন।নিরাপত্বা ব্যবস্থা জোরদার সহ পুলিশ ঘটনা স্থল ঘিরে রেখেছে।

গুলি বর্ষণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রসিকিউটর  বার্নাড ফারে বলেন,- “গুলি বর্ষণকারী একটি শর্টগান ব্যবহার করেছেন। বিষয়টি এখনও পুরোপুরি  পরিষ্কার নয়, তদন্ত চলছে।”

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply