গুপ্তচরবৃত্তির জন্য জাপানের কাছে ক্ষমা চাইলেন বারাক ওবামা
আন্তর্জাতিক: গুপ্তচরবৃত্তির জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাপানের প্রধানমন্ত্রীর মুখপাত্র ইয়োশিহিদে সুগা (বুধবার) এ কথা জানিয়েছেন।
ওবামা বলেছেন, “মার্কিন গোয়েন্দাবৃত্তির কারণেই জাপানে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় তিনি নিজে খুবই দুঃখিত।”
ইয়োশিহিদে জানান, দু নেতা আজ সকালে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ওবামাকে অ্যাবে বলেছেন, “যদি জাপানের জনগণ এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে তাহলে দু দেশের মধ্যকার বিশ্বস্ত সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে।”
গত মাসে খবর বের হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ জাপানের সরকারি কর্মকর্তা ও কোম্পানিগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে। অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিক্স এ খবর ফাঁস করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক