• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শরণার্থী সমস্যার জন্য তুরস্ককে দায়ী করল সিরিয়া

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

29f9a208ee6ae49040947e43007b73c8_XLআন্তর্জাতিক: ইউরোপ অভিমুখে সিরিয়ার শরণার্থীদের যে ঢল নেমেছে তার জন্য তুরস্ককে দায়ী করেছে দামেস্ক। সিরিয়ার শরণার্থী নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও উদ্বেগের মধ্যে দামেস্ক সরকার এ বক্তব্য দিল। তুরস্কের উপকূলে সিরিয়ার একটি শিশু মারা যাওয়ার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে।

 সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, যুদ্ধের কারণে সিরিয়া থেকে তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থীদেরকে ইউরোপে চলে যেতে উৎসাহিত করেছে তুর্কি সরকার। অথচ তুরস্ক দাবি করে আসছে, শরণার্থীদের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে রাজধানী দামেস্কে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 ফয়সাল মিকদাদ বলেন, “বিষয়টি কেউ কেউ হয়ত জানেন না কিন্তু এটাই বাস্তব যে, তুর্কি সরকার পশ্চিম ইউরোপের দেশে চলে যাওয়ার জন্য সিরিয়ার শরণার্থীদেরকে উৎসাহ দিচ্ছে। তবে সিরিয়ার সরকার জনগণের প্রতি দেশ না ছাড়ার আহ্বান জানাচ্ছে।” তিনি সব শরণার্থীকে দেশে ফিরে আসারও আহ্বান জানান।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply