ভুল পররাষ্ট্র নীতির কারণে ইউরোপে শরণার্থী সমস্যার সৃষ্টি: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের শরণার্থী সমস্যার জন্য দায়ী পশ্চিমা দেশগুলোর ভুল পররাষ্ট্র নীতি।
রাশিয়ার ভ্লাদিভোস্টক নগরীতে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়া বারবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা নীতির কারণে ইউরোপ বড় সংকটে পড়বে; একই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে।
ইউরোপের বর্তমান শরণার্থী সংকট রাতারাতি দেখা দেয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এটি ঘটবেই এমনটি প্রত্যাশা করা হয়েছিল। ইউরোপের পররাষ্ট্র নীতির প্রধান ভুলটি তুলে ধরতে যেয়ে তিনি বলেন, ঐতিহাসিক, জাতীয় এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমল না নিয়েই বিশ্বব্যাপী নিজ মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ইউরোপ।
ইউরোপ যখন শরণার্থী সমস্যা পড়েছে এবং এ থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তার নিয়ে বিতর্ক চলছে তখন এ বক্তব্য দিলেন প্রেসিডেন্ট পুতিন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ