• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শিশু আয়লানকে সিরিয়ায় দাফন করা হয়েছে

| সেপ্টেম্বর 5, 2015 | 0 Comments

 150904102245_aylan_coffin_640x360_bbc_nocreditআন্তর্জাতিক: তুরস্কের উপকূলে পড়ে থাকা সিরিয়ার যে শিশুটির মরদেহ সারা বিশ্বকে নাড়া দিয়েছে সেই আয়লানকে তার নিজের শহরে দাফন করা হয়েছে।

এর আগে আয়লান কুর্দীর পিতাকে তার তিন বছর বয়সী পুত্রের কফিনসহ তুরস্ক থেকে সীমান্তবর্তী সিরিয়ার কোবানি শহরে ফিরে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

শিশু আয়লানের পাশাপাশি সমুদ্রে নিহত তার মা ও বড় ভাইকেও দাফন করা হয়েছে।তুরস্কের একটি সমুদ্র সৈকতে আয়লানের নিথর মরদেহ পড়ে থাকার ছবি সিরিয়ার শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা সারা বিশ্বের মানুষকে মনে করিয়ে দিয়েছে।

150904082521_crisis_migratorio_nino_kurdo_ahogado_turquia_aylan_kurdi_640x360_reuters_nocredit

ছবিতে দেখা যায় সমুদ্র সৈকতে লাল জামা গায়ে একটি ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে আছে।তুরস্কের বদ্রুম উপকূলে সাগর সৈকত থেকে এই ছবি তুলেছে সে দেশের একটি বার্তা সংস্থা।

শিশু আয়লানসহ অভিবাসীদের একটি দল নৌকায় করে গ্রিসের একটি দ্বীপে যাওয়ার চেষ্টা করলে নৌকাটি ডুবে যায় এবং ১২ জন নিহত হয়।

তার মা এবং পাঁচ বছর বয়সী বড় ভাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।আয়লানের পিতা আবদুল্লাহ জানিয়েছেন, নৌকাটি তুরস্ক ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বড় বড় ঢেউয়ের মুখে পড়ে। তখন চালক সাতরে চলে যান। পরে নৌকাটি ডুবে যায়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply