• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মুক্তি পেলো রেশমার ১৭ দিনের জীবনযুদ্ধের গল্প

| সেপ্টেম্বর 13, 2015 | 0 Comments

0,,16803517_303,00বিনোদন: আদালতের নিষেধাজ্ঞার কারণে দেরি হয়েছে, তবে খুব বেশি নয়, মাত্র এক সপ্তাহ৷ দর্শকদের মাত্র এক সপ্তাহ অপেক্ষায় রেখে অবশেষে মুক্তি পেয়েছে রানা প্লাজার ধংসস্তূপের নীচে রেশমার ১৭ দিন আটকে থাকার গল্প৷

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে পড়ায় প্রায় সাড়ে এগারোশ’ মানুষ মারা যায়৷ নিহতদের প্রায় সবাই পোশাক শ্রমিক৷ ভবনটি ধসে পড়ার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা আক্তারকে৷ পোশাক শ্রমিক রেশমাকে জীবিত উদ্ধারের সেই সত্যি ঘটনার সঙ্গে প্রেমের কল্পনার রং মিলিয়েই তৈরি হচ্ছে পূর্ণ দৈর্ঘ চলচ্চিত্র ‘রানা প্লাজা’৷ ছবিটির প্রদর্শনী ও সম্প্রচার ছয় মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ তবে সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে দেয়ায় নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরই ছবিটি মুক্তি পেল৷

ছবিটির পরিচালক নজরুল ইসলাম খান৷ রেশমার চরিত্র রূপায়ন করেছেন পরিমনি৷ পরিচালক নজরুল ইসলাম খান এবং নায়িকা পরিমনি এই প্রথম সত্যি ঘটনা নিয়ে তৈরি প্রেমের ছবির জন্য আলোচনায় এলেন৷ ‘রানা প্লাজা’ ছবিতে পরিমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত সায়মন৷

২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেণ্ডের এই চলচ্চিত্রটি প্রচারে একাধিকবার বাধা এসেছে৷ শুটিং শুরুর পরই কেউ কেউ এ ছবি ‘গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তুলতে পারে’ – এমন আশঙ্কা প্রকাশ করেন৷ পরে সেন্সর বোর্ডের রিভিউ কমিটিও ছবিটি নিয়ে আপত্তি তোলে৷ ‘রানা প্লাজা’-কে সনদ না দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল৷ ‘ভীতিকর দৃশ্য’ দেখানোর অভিযোগে তারপর হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম৷ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ‘রানা প্লাজা’-র প্রদর্শনী ও সম্প্রচার ছয় মাস স্থগিত রাখার নির্দেশ দেয়৷ শুরুতে আপত্তি থাকলেও সেন্সর বোর্ড পরে ছবিটিকে সনদ দিয়েছিল৷ হাইকোর্ট সেই সনদের কার্যকারীতাও ছয়

মাসের জন্য স্থগিত করে৷ হাইকোর্টের এই দু’টো সিদ্ধান্ত আপিল বিভাগে খারিজ হওয়ার কারণেই শুক্রবার মুক্তি পেল ‘রানা প্লাজা’৷

Category: 1stpage, Scroll_Head_Line, বিনোদন

About the Author ()

Leave a Reply